বাগেরহাটে নদী কমিশনের চেয়ারম্যান নদী উদ্ধারে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে

0

বাগেরহাট অফিস ॥ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড.মুজিবর রহমান হাওলাদার বলেছেন, নদী উদ্ধারে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের ও জনগণের সম্পত্তি রক্ষা করে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে। রবিবার সন্ধ্যায় বাগেরহাট শহরের ভৈরব নদী পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের প্রতিশ্রুতি বাড়ি বাড়ি গিয়ে জনগণের সেবা দেয়া।
পরে তিনি বাগেরহাট খানজাহান আলী বিমানবন্দরের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। এ সময় বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুৃনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত  বাগেরহাট জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, আমরা বাড়ি বাড়ি গিয়ে জমির মালিকদের কাছে চেক পৌছে দিচ্ছি, যাতে তাদের কোনপ্রকার খরচ করতে না হয়। রবিবার ৯ জন জমির মালিককে ১৭ লাখ ৩১ হাজার টাকার চেক দেয়া হয়।