ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিকরগাছায় র‌্যালি, আলোচনা সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে ঝিকরগাছায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে রোববার সকালে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল এবং যুগ্ম-সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, প্রেসকাবের সভাপতি এমামুল হাসান সবুজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামছুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।