যশোরে গর্ভের সন্তান হত্যার অভিযোগে স্বামীসহ ৭জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ গর্ভের সন্তান হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর-শাশুড়িসহ ৭ জনকে আসামি করে রবিবার যশোরে আদালতে মামলা করেছেন আঁখি আক্তার নামে এক নারী। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু অভিযোগ আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
ওই মামলার আসামিরা হচ্ছেন, যশোরের মনিরামপুর উপজেলার পলাশী গ্রামের আব্দুল মান্নান ও তার স্ত্রী শেফালী বেগম, ছেলে শাহিন হোসেন (আঁখির স্বামী), সাইফুল ইসলাম, মেয়ে ময়না বেগম, মৃত রহমত উল্লাহর ছেলে আনোয়ার হোসেন ও যশোর শহরের শংকপুর গোলপাতা মসজিদ এলাকার শাহেদ আহম্মেদের ছেলে শাহ আলম। আঁখি আক্তারের অভিযোগ, তার বাড়ি পলাশী গ্রামে। আসামি শাহিন হোসেনের সাথে তার প্রথমে প্রেমের সম্পর্ক (বিয়ের আগে) গড়ে ওঠে। এক বছর আগে শাহিন হোসেন তাকে নিয়ে যশোর শহরের শংকরপুরের শাহ আলমের বাসায় নিয়ে আসেন। এখানে একজন মাওলানা ডেকে তাদের বিয়ে দেয়া হয়। এরপর থেকে আঁখি আক্তার ও শাহিন হোসেন স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন এরই মধ্যে আঁখি আক্তার অন্তঃসত্ত্বা পড়েন। ফলে তিনি শাহিন হোসেনকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে বাড়িতে তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু এ সময় তাদের বিয়ে অস্বীকার করেন। তবে এক পর্যায়ে শাহিন হোসেনের পরিবার তাকে শর্ত দেয় যে, গর্ভের সন্তান নষ্ট করলে তারা আঁখি খাতুনকে বিয়ে দিয়ে ঘরে তুলবেন। এ ঘটনার পর ২০১৯ সালের ১ জুলাই শাহিন হোসেনের পরিবারের লোকজন বিয়ের বাজার করার কথা বলে তাকে যশোর নিয়ে আসেন। পরে তাকে কুইন্স হসপিটালে নিয়ে খুন জখমের হুমকি দিয়ে ডাক্তার দিয়ে গর্ভের সন্তান নষ্ট করেন। এরপর ২৫ সেপ্টেম্বর আসামি শাহিন হোসেনের সাথে তার আবারও বিয়ে দেয়া হয়।