যশোরে চোলাই মদসহ দুজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড় বাজার বাবু বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছেন, সদর উপজেলার বিরামপুর ফকিরার মোড়ের মৃত আনোয়ার হোসেনের ছেলে শহিদ ইসলাম (৪৮) ও শহরের বেজপাড়া তালতলার মোড় এলাকার আসাদুল ইসলাম বাবলুর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫)। সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি টিম রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাবু বাজারের সাকিরা গার্মেন্টস সংলগ্ন জনৈক খোকনের ভাড়া দেয়া একটি দোকানে অভিযান চালায়। এ সময় মদ বিক্রেতা শহিদ ইসলাম ও তার সহযোগী মামুনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।