সাত বছরের সর্বোচ্চে ফ্রান্সের গম রফতানি

0

লোকসমাজ ডেস্ক॥ ফ্রান্সকে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃষির পাওয়ারহাউজ। দেশটিতে উৎপাদিত কৃষিপণ্যের মধ্যে অন্যতম গম। বিদায়ী বছরে ডিসেম্বরে পরিবহন ধর্মঘটের কারণে দেশটির কয়েকটি বন্দরের সব কার্যক্রম বেশ কিছুদিন স্থগিত ছিল। এর পরও এ সময় দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি বেড়ে সাত বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স।
গম উৎপাদন ও রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক তালিকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সম্মিলিত অবস্থান যথাক্রমে প্রথম ও দ্বিতীয়। এদিকে এ অঞ্চলের দ্বিতীয় শীর্ষ গম রফতানিকারক দেশ ফ্রান্স। লন্ডনভিত্তিক তথ্য ও উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান রিফিনিটিভের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে দেশটি থেকে সব মিলিয়ে ১৩ লাখ ৪০ হাজার টন সফট গম রফতানি হয়েছে, যা ২০১৩ সালের একই মাসের পর সর্বোচ্চ। ওই সময় দেশটি মোট ১৪ লাখ ১০ হাজার টন গম রফতানি করে রেকর্ড করেছিল।
এ সময় ইইউ-বহির্ভূত দেশগুলোয় কৃষিপণ্যটির রফতানি বেড়ে চার বছরের সর্বোচ্চে উঠেছে। ডিসেম্বরে ফ্রান্স থেকে মোট ১২ লাখ ২০ হাজার টন গম ইইউভুক্ত দেশগুলোর বাইরে রফতানি হয়েছে। তবে বরাবরের মতো দেশটির শীর্ষ গম আমদানিকারক হয়েছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। এছাড়া এশিয়ার দেশ চীনেও পণ্যটির রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা সামগ্রিকভাবে দেশটির গম রফতানি চাঙ্গা করে তুলেছে। ডিসেম্বরে চীনের বাজারে মোট ২ লাখ ৩৫ হাজার টন গম রফতানি করেছে ফ্রান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫ হাজার টন বেশি।