ফুলতলায় মুজিববর্ষ স্মারক সম্মাননা পেলের গাঙচিল সভাপতি কবি আব্দুর রহমান

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ মুজিববর্ষ স্মারক সম্মাননা পেলেন খুলনার খানজাহান আলী থানা শাখা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি এস.এম আব্দুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি উপলে গত শুক্রবার ফুলতলা উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী ১২৪তম লেখক সম্মেলনে বিশিষ্ট কবি সাহিত্যিক ও গুণীজন সংবর্ধনা হয়। অনুষ্ঠনে কবি এস.এম আব্দুর রহমান বর্ষসেরা কবি মনোনীত হওয়ায় তার হাতে স্মারক সম্মাননা তুলে দেন গাঙচিলের কেন্দ্রীয় সভাপতি ও ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম রইজ উদ্দিন আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন সুলতানা, ভাষা সৈনিক লোকমান হাকিম, গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আক্তার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাস প্রমুখ ।