পাইকগাছায় চলাচলের পথ বন্ধ করে প্রাচীর নির্মাণের অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা পৌর এলাকায় প্রাচীর নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেয়ায় উত্তেজনা দেখা দিয়েছে। থানায় অভিযোগের পর পুলিশ কাজ বন্ধ করে দিয়েছে। অভিযোগে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় মৃন্ময় মন্ডল পৌরসভার ৫নং ওয়ার্ডে সরল মৌজায় মনোহর দেবনাথ ও মনোরঞ্জন দেবনাথের সম্পত্তিতে জোর করে প্রাচীর নির্মাণ করছিলেন। এ কাজে বাধা দেয়ায় দু পরে মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ কাজ বন্ধ করে দেয়। বাঁধা দেয়ার পরেও কাজ বন্ধ না করায় পুলিশে জানানোর পর সাময়িক কাজ বন্ধ করে দেয়। প্রতিপ মৃন্ময় মন্ডল জানান, ‘আমার জমিতে প্রাচীর নির্মাণ করছি। এখানে চলাচলের পথ বন্ধ করার প্রশ্নেই ওঠে না।’