চৌগাছায় ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ভিটামিন-এ পাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা ৫০ শয্যা হাসপাতালে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। শিশুদের এ পাস ক্যাপসুুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজ প্রমূখ।