সন্তানদের কোচিং সেন্টারে না পাঠাতে যশোর জেলা প্রশাসকের অনুরোধ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ সন্তানদের কোচিং সেন্টারে না পাঠাতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেছেন, কোচিং সেন্টার কোনদিনই শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প হতে পারে না। এটি তাদের জ্ঞান বা জানার পরিধিকে অনেক সংকুচিত করে দিচ্ছে। ছেলে-মেয়েদের সব সময় পড়ার মধ্যে না রেখে কিছু সময়ের জন্যে হলেও বিনোদনের মধ্য রাখতে হবে। গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদেরন বরণ অনুষ্ঠারেন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে ভখারপ্রাপ্ত প্রধন শিক্ষিকা লায়লা শিরীন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতথির বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিন আহতার। জিলা স্কুলের প্রধান শিক্ষক একেএমজি আযম প্রমুখ। পরে প্রধান অতিথি নিজ হাতে বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদেগর ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এর আগে শিক্ষার্থীদের পরিবেশনায় দীর্ঘ সময় ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।