শৈলকুপায় ডায়াবেটিক হাসপাতাল ভবনের নির্মাণফলক উন্মোাচন

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপায় ডায়াবেটিক হাসপাতাল ভবনের নির্মাণফলক উন্মোচন করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে শৈলকুপা ডায়াবেটিক সমিতির উদ্যোগে, নিজস্ব জায়গা শৈলকুপার পৌর এলাকার শিক পাড়া বটতলায় নির্মাণফলক উন্মোচন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মাদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি।