ভুয়া সঞ্চয়পত্র দিয়ে সাড়ে আট কোটি টাকা আত্মসাৎ

0

লোকসমাজ ডেস্ক ॥ ভুয়া সঞ্চয়পত্র দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ৮ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ করা এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইকোনমিক ক্রাইম স্কোয়াডের একটি টিম। তারা হলেন, এইচ এম এ বারিক ওরফে বাদল হাওলাদার ওরফে মোস্তাক আহমেদ এবং তার স্ত্রী মরশিদা আফরীন। তাদের মূলহোতা একজন শিল্পপতি। তিনি ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করে শিল্পপতি হয়েছেন। সিআইডি তাকেও গ্রেপ্তারের চেষ্টা করছে। আর টাকা আত্মসাতের জন্য তারা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতা নিয়েছেন। গতকাল সিআইডি হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সিআইডির ইকোনমিক ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ফারুক হোসেন। তিনি বলেন, প্রতারক এই দম্পত্তি ৮ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের জন্য ২১টি ভুয়া সঞ্চয়পত্র ব্যবহার করেছেন।
২০০৪ সাল থেকে তারা এবি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক থেকে এই পরিমাণ টাকা নেয়। এই কাজে জড়িত ছিলেন এবি ব্যাংকের ধানমন্ডি শাখার তৎকালীন ব্যবস্থাপক আসিরুল হক। জালিয়াতি করা টাকা দিয়ে তারা ঢাকায় একাধিক বাড়ি ও অবৈধ সম্পদ অর্জন করেছে। তাদের ব্যাংক হিসাবেও জালিয়াতির দুই কোটি টাকার সন্ধান মিলেছে। এছাড়া তাদের নামে গুলশান-২ এলাকায় ১০০ কোটি টাকা মূল্যের ৯তলা বাড়ি, একাধিক ফ্ল্যাট, গাড়ি ও জমির তথ্য পেয়েছি। সিআইডি জানায়, জালিয়াতি করে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় ২০০৪, ২০১১ ও ২০১৬ সালে ঢাকার গুলশান, ধানমন্ডি, উত্তরা পশ্চিম ও মোহাম্মদ থানায় সাতটি মামলা করে দুদক। মামলাগুলো তদন্ত করে সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, চক্রটির মুলহোতা একজন শিল্পপতি। তার ঢাকা স্টক একচেঞ্জেও ব্যবসা ছিল। তবে তদন্তের স্বার্থে ওই শিল্পপতির নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্যাংক থেকে জালিয়াতি করা অর্থ দিয়ে ব্যবসা করে তিনি শিল্পপতি হয়েছেন। ইতিমধ্যে তার পরিচয়ও শনাক্ত করা হয়েছে।