বাঘারপাড়ায় বিজয় রায়ের মৃত্যুবার্ষিকী পালিত

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ বিজয় চন্দ্র রায় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অন্যতম নেতা ছিলেন। সে সময় নেতাজী সুভাষ চন্দ্র বোসের বৈপ্লবিক আদর্শে দীক্ষিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামে জন্মগ্রহণ করেন বিজয় চন্দ্র রায়। তিনি বিপ্লবী কংগ্রেসের হয়ে ছাত্র ধর্মঘট, হরতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আদালত বর্জন, সভা-সমাবেশসহ নিয়মতান্ত্রিক আন্দোলন চালাতে থাকেন। তার বৈপ্লবিক কর্মকান্ডে মুগ্ধ হয়ে নেতাজী সে সময় বন্দবিলায় এসেছিলেন। গতকাল ১১ জানুয়ারি ছিল এই মহান নেতার ৩৮তম মৃত্যুবার্ষিকী। ভারতীয় কংগ্রেস পার্টি প্রতি বছর এ দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে থাকে। একই সাথে তার নিজ জন্মভূমিতে মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত বন্দবিলা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিজয় রায়ের দৌহিত্র ও স্কুলের সভাপতি অ্যাড. দেবাশীয় রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ কুমার ঘোষ, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ সরকার।