ফেসবুকে মিথ্যাচারের প্রতিবাদ কেশবপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দের

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর আজিজিয়া ফাযিল মাদ্রাসার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল হাইয়ের ছেলে আব্দুল¬াহ আল মাহফুজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই সংবাদের প্রতিবেদক কেশবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনকে নিয়ে আপত্তিকর, ও মিথ্যা পোস্ট দেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেশবপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় কেশবপুর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে এ বিষয়ে এক প্রতিবাদ সভা হয়। সভায় আগামী ৭ দিনের মধ্যে কেশবপুর প্রেস ক্লাবে হাজির হয়ে আপত্তিকর পোস্ট করার জন্য আব্দুল¬াহ আল মাহফিজকে ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত নেয়া হয়।