মনিরামপুরে বাবার কবরের পাশে শহীদ ইকবালের ভাইয়ের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের ছোট ভাই আকতার ফারুকের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা ফতেয়াবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে বাবার পাশে তাকে দাফন করা হয়। এর আগে আকতারের কর্মস্থল মনিরামপুর সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার হাজারো মুসল্লি অংশ নেন। আকতারের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে আসেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেন।
মনিরামপুর সরকারি কলেজ মাঠে জানাজার আগে আকতারের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য দেন, যশোর নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী, রফিকুল ইসলাম এবং প্রয়াত আকতার ফারুকের বড় ভাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। ভাই হারানোর শোকে মুহ্যমান শহীদ ইকবালের আবেগঘন বক্তব্যে উপস্থিত হাজারো মানুষ অশ্রুসিক্ত হয়ে পড়েন। জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, আবদুস সালাম, মো. নুরুন্নবী, ওয়াহেদ, কেশবপুর বিএনপি নেতা সাবেক পৌর মেয়র আবদুস সামাদ, আলাউদ্দিন, জেলা যুবদল নেতা ওয়াসিমুল বারী উজ্জ্বল, ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর লিয়াকত হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, শফিকুল ইসলাম, থানা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক নিস্তার ফারুক, ছাত্রদলের সভাপতি মোতাহারুল ইসলাম রিয়াদ প্রমুখ।