বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন পাইকগাছায় আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে শুক্রবার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইকবাল মন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাড. সোহরাব আলী সানা। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সমীরণ সাধু, কাজল কান্তি বিশ্বাস, জি.এম, ইকরামুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, অ্যাড. পংকোজ কান্তি ধর, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জগদীশ রায়, মুনসুর আলী গাজী প্রমুখ।