শ্যামনগরে বিল থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

0

শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরার শ্যামনগর উপজেলার এক বিল থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর বিল থেকে মরিয়ম খাতুন ময়না (১৮) নামে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়। মরিয়ম বল্লভপুর গ্রামে আব্দুল কাদের গাজী মেয়ে। সে শ্যামনগর সরকারি মহাসীন ডিগ্ির কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী ছিল।
শ্যামনগর থানার ওসি আলহাজ নাজমুল হুদা জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বিল থেকে কলেজছাত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতীরা মর্গে পাঠানো হয়েছে। মরিয়মের বাবা আব্দুল কাদের জানান, গত ৮ জানুয়ারি রাত ৮টার দিকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় জিডি করা হয়েছিল।