যশোরে নানা আয়োজনে শুরু হলো মুজিববর্ষের ক্ষণগণনা

0

স্টাফ রিপোর্টার॥ সারাদেশের মত যশোরেও প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গন্ধু শেখ মুজিবর রহমানের জন্মম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় সঙ্গীত পাঠ।
কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে আনন্দ র‌্যালিটি বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে টাউন হল মাঠে এসে শেষ হয়। এতে অংশ নেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মো. আশরাফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি একেএম খয়রাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ, জেলা জাসদের সভাপতি অ্যাড. রবিউল আলম, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা। টাউন হল মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হয়। তিনি একযোগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একই স্থানে হাজার কন্ঠে জাতীয় সঙ্গীত এবং শতকন্ঠে জয়বাংলা বাংলার জয় গানটি পরিবেশিত হয়। এরপরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।