বহু প্রত্যাশিত সিটি স্ক্যান মেশিন এলো যশোর ২৫০ শয্যা হাসপাতালে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে গতকাল সিটিস্ক্যান মেশিন আনা হয়েছে। মেশিনটি চালু হলে হাসপাতালের উন্নত চিকিৎসা আরও একধাপ এগিয়ে গেল। শুক্রবার ছুটির দিনে চারটি ট্রাকযোগে সিটিস্ক্যান মেশিন আনা হয়। হাসপাতালের স্টোর কিপার মো. সাইফুল ইসলাম মেশিনটি গ্রহণ করেন। সদ্য বিদায়ী তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালের জন্যে মেশিনটি বরাদ্দ করা হয়। হাসপাতালে সিটিস্ক্যান মেশিন আসার খবর নিশ্চিত করে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন-অর-রশিদ বলেন, আজ শনিবার অফিস চলাকালীন সময়ে সরকারিভাবে তা গ্রহণ করা হবে।