অনেক ঢাক-ঢোল পিটিয়েও শুরু হলো না ডিএফএর ফুটবল লীগ

0

মাসুদ রানা বাবু ॥ অনেক ঢাক-ঢোল পিটিয়েও নির্ধারিত দিনে শুরু হলো না যশোর বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ। কবে হবে তারও কোন নিশ্চয়তা নেই। এমন উদ্বেগ উৎকণ্ঠার বিভিন্ন কাব প্রতিনিধি ও খেলোয়াড়দের। যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে গতকাল শুক্রবার থেকে আনুষ্ঠাকিভাবে এই লিগের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। যে কথাটি ডিএফএ’র পক্ষ থেকে অনেক আগেই বলা হচ্ছিল। ডিএফএ এ নিয়ে বিভিন্ন সময়ে কাব প্রতিনিধিদের সাথে একাধিকবার সভা করে। সভা থেকে লিগের তারিখ নির্ধারণ করা হয় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লিগের নামকরণ করা হয় বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ। সেই অনুযায়ী কাব প্রতিনিধিরা সকল কার্যক্রম শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে। তারা আনুষ্ঠানিকভাবে সেরে দল গুছিয়ে খেলার প্রহর গুনতে থাকে বিভিন্ন কাবের খেলোয়াড়দের। প্রাকটিসে ব্যস্ত সময় পার করতে থাকে। এর মধ্যে লিগ কমিটি ও কাব প্রতিনিধিদের নিয়ে সভা করে। সেই সভা থেকেও তাদের জানানো হয় ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে লিগ শুরু হবে। এরপর তারা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু তাদের সকল প্রস্তুতি ব্যর্থতায় পর্যবসিত হয় নির্ধারিত দিনে লিগ অনুষ্ঠিত না হওয়ার কারণে। এ বিষয়ে লিগের একাধিক কাব প্রতিনিধি জানান, আমাদের অনেক আগে ১০ জানুয়ারি লিগ শুরু হওয়ার কথা জানানো হয়। চূড়ান্ত দিন আসলেও আমাদের লিখিতভাবে কিছু জানানো হয়নি। এমনকি খেলার ফিকচার পর্যন্ত দেয়া হয়নি। যে কারণে আমরা ধরেই নিয়েছিলাম হয়তো নির্ধারিত দিনে লিগ হচ্ছে না। কবে লিগ শুরু হবে কিংবা আদৌ হবে কি-না তাও জানানো হয়নি। এ বিষয়ে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, জাতীয় ফুটবল লিগের কারণে লিগটি পেছানো হয়েছে। আগামী ২০ থেকে ২৫ তারিখে শুরুর চিন্তা ভাবনা আছে। অবশ্য লিগের দল গঠন কার্যক্রমের শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়ে ডিএফএ।