ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন আজ

0

স্টাফ রিপোর্টার ॥ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা এবং শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে সারাদেশের ন্যায় আজ যশোর জেলায় শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এদিন মোট ৩ লাখ ১৮ হাজার ৯শ’ ৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ভেতর ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ৩শ’ ৭০ জন শিশুকে একটি করে নীল ‘রঙে’র এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮২ হাজার ৫শ’ ৭০ জন শিশুকে একটি করে ‘লাল’ রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কর্মসূচি সফল করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ ২ হাজার ২শ’ ৮৮টি টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য ১ হাজার ৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ৪ হাজার ১শ’ ২৫ জন বেসরকারি স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন। আজ সকাল ৮টায় যশোর উপশহরস্থ শিশু হাসপাতালে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ কর্মসূচির উদ্বোধন করবেন।