খালেদা জিয়ার মুক্তির স্লোগানে মুখরিত রাজধানী

0

লোকসমাজ ডেস্ক ॥ পুরানো পল্টন থেকে নয়া পল্টন, নয়া পল্টন থেকে আরামবাগ ও মতিঝিল হয়ে গোপিবাগ পর্যন্ত শুক্রবার জুম্মার পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দবিতে স্লোগানে স্লোগনে ছিলো মুখোরিত। হাজার হাজার নেতাকর্মীর মুখে ছিলো একটাই স্লোগান ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে শুক্রবার। এ উপলক্ষ্যে জুম্মার নামাজের পরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার উদ্ভোধন ঘোষণা করেন। এরপর সহস্রাধিক বিএনপির নেতাকর্মী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ধানের শীষের গণসংযোগ করেন। গণসংযোগের সময় নেতাকর্মীরা সারিবদ্ধভাবে পুরানা পল্টন থেকে নয়া পল্টনের দিকে যান। তাদের সামনে থাকে মটরসাইকেলের শোভাযাত্রা। পরে তারা নয়া পল্টন থেকে আরামবাগ ও মতিঝিল হয়ে গোপিবাগে এসে গণসংযোগটি শেষ হয়। গণ সংযোগের পুরো সময় জুড়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেন গনসংযোগে অংশ নেয়া বিএনপি নেতাকর্মী ও তাদের সমর্থকরা।