সালমার ‘পাঁজর’

0

লোকসমাজ ডেস্ক॥ নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন মৌসুমী আক্তার সালমা। গানের শিরোনাম ‘পাঁজর’। জান্নাতুল ফেরদৌস নীলার কথায় এর সুর করেছেন জিয়াউদ্দিন আলম। আর সংগীত করেছেন রেজওয়ান শেখ। এর ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রোমান। এম আর বেস্টমিডিয়া থেকে চলতি সপ্তাহেই গানটি প্রকাশ হবে। সালমা বলেন, এটি আমার প্রকাশিতব্য বছরের প্রথম গান। সব মিলিয়ে গানটি বেশ ভালো হয়েছে।
আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।