ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটির স্যাটেলাইট চিত্র প্রকাশ

0

লোকসমাজ ডেস্ক ॥ জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধে ইরাকে অবস্থিত মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ৮০ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে ওই মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। ইরান ইরাকের আইন আল-আসাদ ও ইরবিল ঘাঁটিতে ভয়াবহ এই হামলা চালায়।
তবে এই হামলায় মার্কিন কোনও সৈন্য নিহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি আরও দাবি করেছেন, এই হামলায় ওই সামরিক ঘাঁটির খুব সামান্যই ক্ষতি হয়েছে। এদিকে, হামলার পর ক্ষতিগ্রস্ত আইন আল-আসাদ ঘাঁটির স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও। চিত্রগুলো বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানি ‘প্লানেট’ থেকে সংগৃহীত। প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ইরানের হামলায় মার্কিন ওই সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘাঁটির বিভিন্ন স্থাপনায় সিরিজ মিসাইল হামলার দৃশ্যও ফুটে উঠেছে ওই চিত্রে। সূত্র: প্রেসটিভি