ফুলতলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বুধবার সংগঠনের ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সরদার জাকির হোসেন, কামরুজ্জামান নান্নু ও ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু। এস কে সাদ্দাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি, এনামুল কবির, তুহিন কুন্ডু, নূর আলামিন, তাসমীর হাসান, শিহাব হোসেন, সাজ্জাদুল ইসলাম বাবু, সাকীব হোসেন, আরিফুল ইসলাম, শান্ত হোসেন, আসীক আলামিন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।