ফুলতলায় শীতবস্ত্র বিতরণ

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ লায়ন্স কাব ৩১৫ এর উদ্যোগে লায়ন্স কাব পায়গ্রাম কসবার আয়োজনে বুধবার সকালে গায়গ্রাম কসবা গ্রামে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবের সভাপতি ইঞ্জিনিয়ার আবিদ হাবিদ। প্রধান অতিথি ছিলেন কাবের জেলা গভর্ণর ড. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের এমডি নজরুল ইসলাম সিকদার, ইঞ্জিনিয়ার আকরামুজ্জামান, কায়কোবাদ মোহাম্মদ শরীফুজ্জামান ও লায়ন শেফায়েতুলাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালমা সুলতানা, ফারিয়া হাবিব, তামান্না খালেদ, অ্যাড. তারিক হাসান মিন্টু, শেখ রবিউল ইসলাম মন্টু, কাজী খায়রুল ইসলাম, কাজী জিন্নাত হোসেন, শেখ মাসুদ পারভেজ, কাজী মামুন, কাজী শফিকুল ইসলাম কাজী জহির রায়হান, শেখ আসলাম হোসেন, মোল্যা সাব্বির হোসেন প্রমুখ।