যশোর-বেনাপোল সড়কের সেই গাছে আবারও বাসের ধাক্কা,আহত অর্ধশত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ২০১৪ সালের ১ জুলাই গাছের সাথে যাত্রীবাহি বাসের ধাক্কায় ১০ জন নিহত হওয়ার সেই গাছে আবারো বাসের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছাস্থ বেনেয়ালী নামকস্থানে। প্রত্যদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-জ-১৪-১৮৫০) যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী নামকস্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের অর্ধমৃত রেন্ট্রি গাছে সজোরে ধাক্কা দেয়। এসময় গাড়িতে থাকা প্রায় অর্ধ শতাধিক যাত্রী আহত হন। আহতদের স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে ঝিকরগাছা, শার্শা ও যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরা হলেন, গাড়ির হেলপার যশোর রেলগেট এলাকার আব্দুল মজিদ মিস্ত্রীর ছেলে শুকুর আলী (৩৮), শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের হাজের আলীর ছেলে আব্দুর রহমান (৫৫), ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের ই¯্রাফিল হোসেনের স্ত্রী নজুফা খাতুন (১৮), খোদা বক্সের স্ত্রী হাসি আরা (৫৫), পুরান্দরপুর গ্রামের মুক্তি মোহাম্মদের স্ত্রী কাকলী খাতুন (৩৮) ও বালিয়া ডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (২৭)। এদের মধ্যে হেলপার শুকুর আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হসপিটালে পাঠানো হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আবুল কালাম জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুলাই ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী (ঢাকা মেট্টো-ব-১৪-৩৮৯০) বাস নিয়ন্ত্রন হারিয়ে ওই গাছে ধাক্কা দিলে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছিল।