বাগেরহাটে প্রশিক্ষণার্থীদের ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট জেলার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনা পরিদর্শন করেছেন খুলনা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা। বুধবার সকালে ৬৬ তম আইসিটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ২০ জন শিক্ষক ও ৩ জন কর্মকর্তা প্রশিক্ষণের অংশ হিসেবে বাগেরহাটে আসেন। প্রথমে তারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় প্রশিক্ষণ টিমের প্রধান খুলনা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক ড. মো. আতিকুল ইসলাম, উপ-পরিচালক প্রদীপ কুমার মন্ডল, সিংগা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক ফারজানা আক্তার তানিয়া বক্তব্য দেন। পরে বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোসা. ফারহানা আক্তার প্রশিক্ষণার্থীদের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ, হযরত খানজাহান আলী (রহ.) এর মাজার ও বারাকপুরের সুন্দরবন রিসোর্ট ঘুরিয়ে দেখান।