যশোর সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে যশোর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হলো বাঙালীর ঐতিহ্যবাহী পিঠা উৎসব। গতকাল বুধবার ছাত্রীদের হাতের তৈরি শত প্রকার পিঠা উৎসবে স্থান পায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। উদ্বোধনী পর্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবীবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ তসদিকুর রহমান, সরকার মো. একরামুল আজিজ, বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, সহযোগী অধ্যাপক কামরুল নাহার, সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন প্রমুখ। উৎসবে নয়টি স্টল অংশ নেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই উৎসবে শত প্রকারের পিঠা বানিয়ে প্রদর্শন করা হয়। উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল, নুডুলস পুলি, খেঁজুরের রসের পিঠা, ভাপা খোলা চিতই, সানার পুলি, পাটি শাপটা, কাপতান, লবঙ্গ লবিতা গোলাপ, পাকাল প্রমুখ। উৎসবে ২, ৫ ও ১০ টাকা মূল্য পিঠা বিক্রি করা হয়। যার অর্থ ব্যয় হবে দুস্থদের কল্যাণে।