শৈলকুপায় বিদেশ যাওয়ার একমাস পর নারীর মৃত্যু

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপা থেকে বিদেশ যাওয়ার একমাস পর রাজিয়া সুলতানা নামের এক মহিলা ওমানে মারা গেছেন। মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছালে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামের মৃত মুনতাজ আলী জোয়ার্দারের মেয়ে রাজিয়া সুলতানা (৩০) গত ২৯ নভেম্বর গৃহকর্মীর কাজে ওমান যান। ওমানে যাওয়ার একমাস পর আকলিমা নামের এক মহিলা মোবাইল ফোনের মাধ্যমে তার মায়ের কাছে সংবাদ দেন রাজিয়া সুলতানা মারা গেছেন। মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী ঝর্ণা খাতুন জানান, রাজিয়া সুলতানা কয়েক বছর হলো ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টারিতে কাজ করতেন। কাজ করার সুবাদে তার পরিচিত লোকের মাধ্যমে বিদেশে পাড়ি জমান। কিন্তু বিদেশ যাওয়ার একমাস পর রাজিয়া সুলতানা সেখানে মারা যান। রাজিয়া সুলতানার মা হাসিনা বেগম জানান, ১০দিন হলো মেয়ে মারা যাওয়ার সংবাদ পেয়েছি। মেয়ের লাশ আনার জন্য ঢাকায় বিভিন্ন স্থানে ধর্ণা দিয়েছি। সর্বশেষ গুলশানে একটি তদন্ত অফিসে গিয়েছিলাম। তারা আমার মেয়ের নাম ঠিকানা নিয়েছেন। নিহত রাজিয়ার ভাই সহিদুল ইসলাম জানান, তার বোন সরকারিভাবে বিদেশ গিয়েছে বলে তিনি শুনেছেন। এদিকে মেয়ের লাশ বিদেশ থেকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছে রাজিয়ার পরিবার। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, লিখিত বা মৌখিকভাবে আমাকে কেউ বিষয়টি জানায়নি।