মনিরামপুরে হতাশায় গৃহবধূর আত্মহত্যা!

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে শিলা বৈদ্য (৩৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি হরিদাসকাটি ইউনিয়নের কুচলিয়া গ্রামের অরুন বৈদ্যের স্ত্রী। অনেকের ধারণা, হতাশায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মনিরামপুর থানা পুলিশের এসআই দেবাশীষ মন্ডল জানান, শিলা বৈদ্যের স্বামী রাজধানী ঢাকায় একটি কোচিং সেন্টারে শিকতা করেন। শিলা বৈদ্য দুই মেয়েকে নিয়ে কুচলিয়া গ্রামের বাড়িতে বসবাস করেন। স্বজনদের দাবি, তার সংসারে বেশ আর্থিক অনটন ছিল। ফলে শিলা এলাকার বেশ কয়েকটি এনজিও থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নেন। এছাড়া পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শিলা বৈদ্য বেশ হতাশায় ভুগছিলেন। মঙ্গলবার ছিল ঋণের কিস্তি পরিশোধের দিন। এ নিয়ে তিনি বেশ চিন্তায় পড়েন। সোমবার রাতে দুই মেয়েকে ছেড়ে তিনি অন্য ঘরে ঘুমাতে যান। সকালে কোন সাড়া না পেয়ে লোকজন দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখেন তার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ। এলাকাবাসী ধারণা করছেন, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত শিলা বৈদ্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বুধবার যশোর ২৫০ শয্যা হাসাপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত করা হয়। হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে জানান, শিলার আত্মহত্যার খবর তিনি শুনেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা তিনি জানেন না। মনিরামপুর থানা পুলিশের ওসি (তদন্ত) শিকদার মতিয়ার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।