কলারোয়ায় প্রায় ৩২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

0

কলারোয়া (সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরার কলারোয়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভায় আগামী ১১ জানুয়ারি ৩১ হাজার ৭৩২ জনের অধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার সকালে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কে উপজেলা পর্যায়ের অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলে এ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. বেলাল হোসেন, ডা. ফাহদী আল মাসুদ, উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার জাহাঙ্গীর হোসেন। এ বছর কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ৬ হতে ১১ মাস বয়সী ও ১২ হতে ৫৯ মাস বয়সী ৩১ হাজার ৭শ ৩২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অপুষ্টিজনিত অন্ধত্ব ও শিশু মৃত্যু প্রতিরোধের ল্েয ১১ জানুয়ারি সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত শিশুদের বিনামূল্যে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।