যবিপ্রবির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

0

লোকসমাজ ডেস্ক ॥ ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২০১৯-২০২০ শিাবর্ষের নবীন শিার্থীদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। বুধবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিার্থীদের ফুল এবং শিা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রয়োজন ও গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ান ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান আবু সাঈদ মো. আব্দুল মান্নাফ। সভাপতিত্ব করেন ফাইন্যন্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক উত্তম গোলদার, শাহনাজ আক্তার, এ এইচ এম শাহরিয়ার, প্রথম ব্যাচের শিার্থী বেলাল হোসেন, দ্বিতীয় ব্যাচের শিার্থী জান্নাতুল ফেরদৌস জুলি, তৃতীয় ব্যাচের শিার্থী সুজুকি মাহমুদ, রতন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম ব্যাচের শিার্থী জান্নাতুল ফেরদৌস মীম। অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিার্থী নেওয়াজ মাহমুদের তৈরিকৃত ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিার্থীদের মনোমুগ্ধকর উপস্থাপনা শৈলী আর পারফরমেন্সে মেতে থাকেন দর্শকেরা।