বাগেরহাটের পূর্ব সায়েড়া শতভাগ উন্নত চুলা ব্যবহারকারী গ্রাম

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের পূর্ব সায়েড়া গ্রামকে শতভাগ উন্নত চুলা ব্যবহারকারী গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পূর্ব সায়েড়া লক্ষিখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। ইউনিসেফ, প্রাকটিক্যাল এ্যাকশন ও সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ঘোষণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান। ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিদর্শক হিশামুল হক, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমুখ।