কালীগঞ্জে মাদ্রাসা ছাত্র আলামিন হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধারে পুকুরে তলাশি

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্র আলামিন হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধারে কাজ করছে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার সকাল থেকে হত্যাকান্ডে জড়িতদের স্বীকারোক্তি অনুযায়ী আড়পাড়া এলাকার একটি পুকুরে ডুবুরি দিয়ে ওই ছুরি উদ্ধারে কাজ শুরু হয়। আলামিনকে হত্যার পর ধারালো ছুরিটি এই পুকুরে ফেলে দেয়া হয়। সূত্র মতে, আলোচিত এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে দু যুবককে আটক করে কালীগঞ্জ থানার পুলিশ। এরা হচ্ছে-আড়পাড়া গ্রামের মুশফিকুর রহমান ডাবলুর ছেলে সাব্বির হোসেন ও আব্দুস সামাদ মিল্টনের ছেলে হৃদয় হোসেন। সম্প্রতি এদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে আটককৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আড়পাড়ার একটি পুকুরে ছুরি উদ্ধারে তলাশি করা হচ্ছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে অংশ নেয় মোট ৬ জন। ঝিনাইদহ পিবিআইয়ের ইন্সপেক্টর সোহেল আহমেদ সাংবাদিকদের জানান, ‘আমরা তথ্য পেয়েছি। সেই মোতাবেক আসামিদের উপস্থিতিতে ছুরি উদ্ধার কাজ চলছে। অচিরেই সবকিছু জানানো হবে।’ উলেখ্য, গত বছরের ৩০ নভেম্বর আড়পাড়ার দরগাতলার মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হন মাদ্রাসা ছাত্র আলামিন হোসেন। ৪ ডিসেম্বর আড়পাড়া এলাকার একটি চারতলা ভবনের পিছন থেকে অর্ধগলিত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।