পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোলাদানা ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি এস.এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা রনজিত সরকার, সাবেক প্রধান শিক্ষক মঈনুদ্দীন দফাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কাশেম সরদার, ঠাকুরদাস সরকার, আজিজুর রহমান লাভলু, আবু সিদ্দিক শিকারী, মাহবুব জোয়াদ্দার, আনিছুল হক, মোমিন উদ্দীনসহ প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।