প্রতিদিন এক বোতল ট্যালকম পাউডার খান এই নারী!

0

ক্ষুধা পেলে মাথা ঠিক থাকে না। স্বাভাবিক খাবারে বসে না মন। ইংল্যান্ডের ডেভনে বসবাস করা লিসা অ্যান্ডারসন তখন ২০০ গ্রামের এক বোতল ট্যালকম পাউডার খেয়ে নিজেকে শান্ত করেন! ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী লিসা ১৫ বছর আগে থেকে এমন অস্বাভাবিক ‘খাবারের’ প্রতি আকৃষ্ট হন। প্রতি ৩০ মিনিট অন্তর পাউডার তাকে খেতেই হয়। পাউডারের নেশায় রাতেও তার ঘুম ভেঙে যায়। জনসন’স বেবি পাউডার লিসার সবচেয়ে প্রিয়। তার দাবি, এই পাউডার খেয়ে খেয়ে তিনি ৯ লাখ টাকার মতো নষ্ট করেছেন। অনেক চেষ্টা করেও লিসা তার এই অভ্যাস ত্যাগ করতে পারেননি। একবার সর্বোচ্চ দুই দিন পাউডার থেকে নিজেকে দূরে রাখতে পেরেছিলেন। প্রায় এক দশক ধরে অভ্যাসটি গোপন রাখা লিসা প্রথম ‘ধরা’ পড়েন তার সাবেক সঙ্গীর কাছে। বাথরুমে লুকিয়ে তিনি কী করেন, এটি দেখতে গিয়ে তার সঙ্গী ঘটনাটি জেনে যান।
বাধ্য হয়ে এখন তিনি চিকিৎসকের কাছে গেছেন। হাসপাতাল থেকে বলা হয়েছে, তিনি পিকা সিনড্রোমে আক্রান্ত হয়ে থাকতে পারেন। খাবার নিয়ে এই ধরনের অভ্যাস যাদের থাকে, তারা রং-ময়লা কিংবা বাসি খাবারের প্রতি আকৃষ্ট থাকেন। ট্যালকম পাউডার খেয়ে ফেললে বিষের মতো কাজ করার কথা। এতে ক্যানসারের উপাদান আছে বলেও বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে। লিসা এসব জেনেও খাওয়া বাদ দিতে পারেননি। ‘আমি জানি এটি অদ্ভুত অভ্যাস। তবু খেতে ভালো লাগে,’ জানিয়ে পাঁচ সন্তানের এই মা বলেন, ‘একদিনে ২০০ গ্রামের বোতল খেয়ে ফেলি। এর ঘ্রাণ সত্যি আমাকে টানে। এখন পাউডার ছাড়া চলতেই পারি না। সব কিছু অসহ্য মনে হয়।’