খেলার খবর

0

‘বিচক্ষণ’ মুশফিকের নেতৃত্বের প্রশংসায় ফ্রাইলিঙ্ক
স্পোর্টস ডেস্ক ॥ মাঠে দারুণ ক্রিকেট খেলছে খুলনা টাইগার্স। উইকেটের সামনে-পেছনে বেশ সফল মুশফিকুর রহিম। পেসার রবি ফ্রাইলিঙ্ক জানালেন, দলের সাফল্যের পেছনে বড় অবদান আছে মুশফিকের নেতৃত্বেরও। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবারের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে হারিয়ে শেষ চারের পথে একধাপ এগিয়েছে খুলনা। ১৬ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ের নায়ক ফ্রাইলিঙ্ক জানালেন, মাঠে ও মাঠের বাইরে মুশফিকের জ্ঞান কতটা সহয়তা করে তাদের। “গত আসরে আমি মুশফিকের সঙ্গে চিটাগং ভাইকিংসে ছিলাম। তার স্টাইল জানি। সে কি ও কেমন, আমি জানি।” “মুশফিক জ্ঞানী। আমরা যাদের বিপক্ষে খেলেছি, তাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য তার ট্যাকটিকস ছিল খুব ভালো। আমাদের টিম মিটিংয়ে সে প্রচুর তথ্য দেয়। পরিকল্পনা, প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে অনেক কিছু বলে। এগুলো খুব কাজে আসে।” মাঠে আবেগ কমই দেখান মুশফিক। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মনে করেন, অধিনায়কের ধীর-স্থির পরিচালনা দলকে রাখে কক্ষপথে। “মুশফিক মাঠে বেশ শান্ত থাকে। তাকে মাঠে আবেগের প্রকাশ খুব একটা করতে দেখা যায় না, সে-ই সবার পা মাটিতে রাখে। তার অধীনে খেলা আনন্দের আর আমি এটা উপভোগ করি।”

অচিরেই পাকিস্তান সফরের সিদ্ধান্ত
স্পোর্টস ডেস্ক ॥ পাকিস্তান সফরে বাংলাদেশ টেস্ট খেলবে কিনা তা আজ বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত হবে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এ প্রকাশিত খবরে এমনটাই বলা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুই বোর্ডের সভাপতির মধ্যে সরাসরি ফোনালাপ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও পিসিবি সভাপতি এহসান মানি টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করেন বলে দাবি করেছে সেই সূত্র। পিটিআইকে পিসিবির সূত্রটি জানায়, ‘নাজমুল হাসান মানিকে নিশ্চিত করেছেন, তিনি জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলবেন। এরপর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাবেন।’ সূত্রটি আরো জানায়, ‘মানি এবং হাসানের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সিরিজটি সম্ভব করার জন্য মাঝারি পথ পাওয়া যাবে।’ এফটিপি অনুযায়ী জানুয়ারি-ফেব্র“য়ারিতে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফর করার কথা বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে বিসিবি এই সফরে শুধু মাত্র টি-টোয়েন্টি খেলতে চায়। এরপর পরবর্তীতে কোনো সুবিধাজনক সময়ে টেস্ট খেলতে চায়। অথবা বিসিবির প্রস্তাব কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট আয়োজন করা হোক। কিন্তু পিসিবি টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ এক সঙ্গে আয়োজনের সিদ্ধান্তে অনড়। দুই বোর্ডেরই এই অনড় অবস্থানে বাংলাদেশের পাকিস্তান সফরটাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ পর্যন্ত কী হয়, তা জানতে আসলে অপেক্ষায় সবাই।

প্রথম দিনে হালকা অনুশীলন বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক ॥ ক’দিন আগে ফেডারেশন কাপ জেতা বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা আগামী বৃহস্পতিবার যোগ দিবেন বঙ্গবন্ধু গোল্ড কাপের ক্যাম্পে। ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা কোচ জেমি ডেও কাজ শুরু করবেন একই দিনে। বুধবার প্রথম দিন তাই হালকা অনুশীলনে পার করেছেন খেলোয়াড়রা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিল ১৪ জন খেলোয়াড়। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও মিডফিল্ডার সোহেল রানাও জানালেন হালকা অনুশীলনে দিন পার করার কথা। খেলোয়াড়দের ফেডারেশন কাপের ব্যস্ততা শেষ হয়েছে গত রোববার। তবে অন্য দলের খেলোয়াড়দের অনেকে ক্যাম্পে যোগ দিয়েছেন। বাকিরা যোগ দিলে মূল অনুশীলন শুরু হবে বলে জানালেন রানা। “জেমি না থাকায় আজকের অনুশীলনে তেমন কোনো সমস্যা হয়নি। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা আজকে আসবে। কোচও আজ এসেছেন। কাল থেকে শুরু হবে আমাদের প্রস্তুতি।” “আমরা গোলকিপাররা অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছি। নরমালি ফিটনেস নিয়ে ট্র্রেনিং হয়েছে। আর বল নিয়ে ১৫-২০ মিনিট কাজ হয়েছে।” সোহেল জানালেন, “ফেডারেশন কাপের পর আমাদের একটু বিশ্রাম দরকার ছিল। আজ আমাদের তা দেওয়া হয়েছে। কাল থেকে হার্ড ট্রেনিং শুরু হবে।” ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের তিন দল মরিশাস, বুরুন্ডি ও সিশেলস। ফিলিস্তিন, শ্রীলঙ্কা সম্পর্কে ধারণা থাকলেও বাকিদের সম্পর্কে জানাশোনা নেই বলে জানালেন রানা। “ফিলিস্তিন ও বুরুন্ডি আমার মনে হয় বেশি শক্তিশালী। শ্রীলঙ্কাকে আমরা জানি। বাকি দলগুলো সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নাই। আমি যতদূর জানি, তারা আমাদের সমসাময়িক র‌্যাঙ্কিংয়ের। আমাদের শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক কোচের বাড়ি কেনিয়া, আমি তার কাছ থেকে জেনেছি ওরা নাকি ফিজিক্যালি শক্তিশালী।” স“মরিশাস ও সিশেলস সম্পর্কে আমাদের ধারণা নাই। মরিশাস ও বুরুন্ডির নাম শুনেছি কিন্তু আরেকটা দলের সম্পর্কে (সিশেলস) আমাদের কোনো আইডিয়া নাই।” আগামী ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতাটির ষষ্ঠ আসর। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ।

এক ম্যাচে দুই রেকর্ড কোহলির
স্পোর্টস ডেস্ক ॥ বছরের প্রথম ম্যাচেই দলকে জেতানোর পাশাপাশি দুটি কীর্তি গড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম সময়ে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তারকা এই ব্যাটসম্যান। সেই সঙ্গে রোহিত শর্মাকে টপকে নিজের দখলে নিয়ে দিলেন এই ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ডটিও। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গুহাটিতে বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। ইন্দোরে দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৭ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। ১৭ বলে অপরাজিত ৩০ রান করেন কোহলি। ২৫ রান করতেই অধিনায়ক হিসেবে দ্রুততম সময়ে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। মাত্র ৩০ ইনিংসে এই রেকর্ড গড়লেন তারকা এই ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান করা ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হলেন কোহলি। এর আগে অধিনায়ক হিসেবে ৬২ ইনিংসে ১১১২ রান করেন ধোনি। এই মাইলফলক স্পর্শ করা অন্যরা হলেন- ফাফ দু প্লেসিস, কেন উইলিয়ামসন, ইয়ন মর্গান ও উইলিয়াম পোর্টারফিল্ড। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে এক রান করতেই সতীর্থ রোহিত শর্মাকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বর্তমানে তার রান ৭১ ইনিংসে ২৪টি অর্ধশতকসহ ২৬৬৩। আর রোহিতের রান ৯৬ ইনিংসে চারটি শতক ও ১৯টি অর্ধশতকসহ ২৬৩৩। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে নেই রোহিত। বিশ্রাম দেওয়া হয়েছে তুমুল ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে।