জিয়া পরিষদের চেয়ারম্যান হলেন মুক্তিযোদ্ধা ডা: আব্দুল কুদ্দুস

0

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: আব্দুল কুদ্দুস। গত ৪ জানুয়ারি নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের হল রুমে সংগঠনটির এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। এই সেক্টরের নেতৃত্ব দিয়েছেন তৎকালীন মেজর (পরে প্রেসিডেন্ট) জিয়াউর রহমান। উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ ইন্তেকাল করায় পদটি শুন্য হয়। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম সলিমুল্লাহ খান, অধ্যাপক শফিকুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ওবায়দুল ইসলাম, প্রফেসর লুৎফর রহমান, ডা: আলাউদ্দিন হোসেন পাভেল, ডা: মজিবুর রহমান হাওলাদার, সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেনসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।