শেখ মারুফকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

0

লোকসমাজ ডেস্ক ॥ ক্যাসিনোর মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সোয়া তিনটা পর্যন্ত তাকে সংস্থাটির প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন পরিচালক সৈয়দ ইকবাল হোসেনসহ কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের শেখ মারুফ বলেন, কিছু তথ্যের জন্য দুদক আমাকে ডেকেছিল। কর্মকর্তাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি বলেছি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো। আর কিছু বলার নেই। এর আগে বেলা এগারটায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন শেখ মারুফ। এরপর সৈয়দ ইকবাল হোসেনের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকে আসার সময় বেশ কয়েকজন কর্মী সমর্থক নিয়ে আসেন শেখ মারুফ। তবে তাদের দুদকের ফটকের সামনেই অবস্থান করতে হয়। গত ২৯শে ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ মারুফকে তলব করে দুদক। এদিন সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষর করা এক নোটিশে তাকে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়। দুদকের পাঠানো ওই নোটিশে উল্লেখ ছিল, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। এর আগে গত ২১শে অক্টোবর এনবিআরের অনুরোধে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, তার স্ত্রী সানজিদা রহমান ও তাদের দুইটি প্রতিষ্ঠান টি-টোয়েন্টিফোর গেমিং কোম্পানি লিমিটেড ও টি- টোয়েন্টিফোর ল ফার্ম লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। প্রসঙ্গত, গত ১৮ই সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালী ব?্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩০শে সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এ পর্যন্ত ১৯টি মামলা দায়ের করেছে সংস্থাটি। এসব মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- ঠিকাদার জি কে শামীম, বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূইয়া, অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান, বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, কলাবাগান ক্লাবে সভাপতি শফিকুল আলম ফিরোজ, কাউন্সিলর হাবিবুর রহমান মিজান, তারেকুজ্জামান রাজীব, ইসমাইল চৌধুরী সম্রাট, এনামুল হক আরমান, যুবলীগ নেতা জাকির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার সুমা, কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ, যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান ও তার স্ত্রী সুমি রহমান, ব্যবসায়ী মো. সাহেদুল হক এবং গণপূর্তের সিনিয়র সহকারী প্রধান মো. মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমীন পারভীন ।