যশোরে সার কারখানায় দেড় লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের সুফলা অ্যাগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে মঙ্গলবার অভিযান চালিয়ে নকল আমেরিকান সুপার জিঙ্ক সার তৈরি ও বাজারজাত করার প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে কারখানার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানা থেকে বিপুল পরিমাণ নকল আমেরিকান সুপার জিঙ্ক সার জব্দ করে গোডাউনে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পেশকার শেখ নাজমুল হুসাইন জানান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ও র‌্যাবের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার আড়পাড়ায় সুফলা অ্যাগ্রো কেমিক্যাল ইন্ড্রাস্টিজ কারখানায় অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান ওই কারখানায় সারের প্যাকেটে অবৈধভাবে আমেরিকান সুপার জিঙ্ক সার লেখা হয়েছে। যা লেখার কোন বৈধতা নেই। অর্থাৎ সুফলা অ্যাগ্রো কেমিক্যাল ইন্ডস্ট্রিজে উৎপাদিত তার আমেরিকান সুপার জিঙ্ক সার বলে বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে আদালত কারখানা মালিক শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন। তিনি আরো বলেন, কারখানা থেকে আমেরিকান সুপার জিঙ্ক সার লেখা ১ হাজার ৩৬০ প্যাকেট সার জব্দ করা হয়েছে। পরে জব্দ করা সার কারখানার গোডাউনে রেখে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।