নড়াইলে ৯১ হাজার ৬৩৩ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

0

নড়াইল অফিস ॥ নড়াইলের ৩ উপজেলায় ৯১ হাজার ৬৩৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নড়াইল সিভিল সার্জন অফিস সভাকক্ষে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব বিষয়ে অবহিত করা হয়। ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ শ্লোগানে সারা দেশের ন্যায় নড়াইলেও আগামী ১১ জানুয়ারি শনিবার শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন। কর্মশালায় জানানো হয়, জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. অনিন্দিতা ঘোষ, ডা. শফিক তমাল, নড়াইল প্রেস কাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।