স্ত্রী হত্যা মামলায় আমিরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে স্ত্রী সালেহা খাতুন সোনিয়া হত্যা মামলায় আলোচিত আইনজীবী আমির হোসেনকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম আদালতে আইনজীবী আমির হোসেনের ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। এর আগে একবার পুলিশ স্ত্রী হত্যা মামলায় আদালতে আমির হোসেনের রিমান্ডের আবেদন করেছিলো। সে সময়ও আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলেন। গত ২ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার ডহেরপাড়ায় স্বামী আমির হোসেনের বাড়িতে খুন হন সালেহা খাতুন সোনিয়া। এ ঘটনায় নিহতের পিতা সিরাজুল ইসলাম জামাই আমির হোসেনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে কোতয়ালি থানায় মামলা করেন।