কেশবপুরে যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুরে স্ত্রীর যৌতুক সংক্রান্ত মামলায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদ- প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আলমগীর হোসেন কেশবপুর উপজেলার বেতিখোলা গ্রামের শুকুর আলী দফাদারের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ জুন আলমগীর হোসেন কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের দেলোয়ার সরদারের মেয়ে হালিমা খাতুনকে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিন পার হওয়ার পর তিনি যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। এ বিষয়টি হালিমা খাতুন তার পিতার পরিবারে জানালে তারা জামাই আলমগীরকে একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল কিনে দেন। এরপর আবারও স্ত্রীর কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। ওই টাকা না পেয়ে তিনি ২০১৭ সালের ১৫ এপ্রিল স্ত্রী হালিমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় ২০১৮ সালের হালিমা ৯ জুলাই হালিমা খাতুন স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। এ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আলমগীরকে উল্লিখিত দণ্ড প্রদান করেন আদালত।