পাইকগাছার চাঁদখালী কলেজ মাঠের রাস্তা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় চাঁদখালী কলেজ মাঠ দিয়ে নির্মাণাধীন রাস্তা বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে চাঁদখালী তরুণ সংঘ ও জি.এস টাইগার কাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচির একপর্যায়ে কলেজ কর্তৃপ স্থানীয়দের সাথে আলোচনা করে। আলোচনায় খেলার মাঠ সংরণ করে রাস্তা নির্মাণ করা হবে বলে ঘোষণা দিলে এ বিরোধের শান্তিপূর্ণ সমাধান ঘটে।
মানববন্ধনে বক্তারা বলেন, এ মাঠ দিয়ে রাস্তা হলে খেলাধূলার পরিবেশ থাকবে না। এ সুযোগে মাদক ঢুকবে এলাকায়। এতে যুবসমাজ ধ্বংসের আশঙ্কার কথা জানান তারা। বক্তারা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কবিরুল সরদার ও অধ্য অন্নদা শংকর মন্ডলকে দোষারোপ করে বলেন, একাধিকবার অনুরোধ করার সত্ত্বেও তারা রাস্তা নির্মাণ অব্যাহত রাখেন। এদিকে মানববন্ধনের এক পর্যায়ে চাঁদখালী ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনছুর আলী গাজী, আব্দুস সবুর গাজী, সোহরাব গাজী, মিজানুর রহমান, তপন কুমার সরদার, জুলফিকারুল ইসলামসহ অনেকে মধ্যস্থতায় বসেন। একপর্যায়ে প্রতিষ্ঠানের সভাপতি কবির সরদার কলেজ উন্নয়নে এলাকার সকলের সহযোগিতা চেয়ে চলমান রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে মাঠের এক পাশ দিয়ে রাস্তা করার ঘোষণা দেন। স্থানীয় কাইয়ুম হোসেনের সভাপতিত্বে ও রিমন হোসেনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদের মধ্যে ইয়াসিন আরাফাত, এস.এম শাহিন, আবু রায়হান, হুমায়ুন কবির, মুসফিকুর রহিম, আবিল হোসেন, শাহিন আলম, মহিদ হোসেন, মনিরুল ইসলাম, আবুল কাসেম, সজিব হোসেন আবু সাঈদসহ অন্যান্যরা।