শিরোমণিতে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমণি কলেজ সড়ক ও বাদামতলা চু হাসপাতালের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও গাড়ি পার্কিং উচ্ছেদ করেছে পুলিশ। শিরোমণি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খানজাহান আলী থানা, খুলনা বিএনএসবি চু হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এই সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এ রাস্তায় চলাচলে প্রতিনিয়ত মানুষ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হওয়ায় খুলনা সিটি কর্পোরেশন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার সকালে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।