পুলিশ স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা স্ত্রী হাসপাতালে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশের এক এসআই তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেদম প্রহার করে হাসপাতালে পাঠিয়েছে। গুরুতর আহত অবস্থায় হেলেনা আক্তার (৩৪) নামে ওই গৃহবধূ এখন যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। হেলেনা আক্তারের স্বামী জিয়াউর রহমান জুয়েল। তিনি সাতক্ষীরার শ্যামনগর থানার এসআই যশোর উপশহরস্থ খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় ফাট কিনেছেন। সেখানে তার স্ত্রী ও দু-ছেলে-মেয়ে বসবাস করেন।
হেলেনা আক্তার জানিয়েছেন, গতকাল দুপুরে কোন কারণ ছাড়াই স্বামী তাকে বেদম প্রহার করে এবং অমানুষিকভাবে শারীরিক নির্যাতন চালায়। এরপর দু’সন্তান যশোর পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী মাবিয়া রহমান ও তানভার রহমানকে মারপিট করে। স্বামীর নির্যাতনে হেলেনা আক্তার গুরুতর আহত হলে তাকে দুুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর নির্দয় আচরণে হেলেনা আক্তার হাসপাতালে কোন বিছানা কিংবা কাঁথা বালিশ ও শীতের কাপড় আনতে পারেননি। এমনকি দুপুরে খাবারও খেতে দেননি এসআই জিয়াউর রহমান জুয়েল। এদিকে, হাসপাতালে ভর্তি হওয়ার পর বেড না পাওয়ায় অসুস্থ হেলেনা আক্তার বিছানার অভাবে কষ্ট পাচ্ছিলেন। আর দু’ছেলে-মেয়ে মায়ের পাশে দাঁড়িয়ে কাঁদছিল। এক প্রতিবেশী বিকেল সাড়ে ৪টার দিকে হেলেনা আক্তারকে খাবার এনে দেন। তখন ছেলে-মেয়ে নিয়ে তিনি খাবার খান। হেলেনা আক্তার জানিয়েছেন, জিয়াউর রহমান জুয়েল গত ৬ জানুয়ারি বিকেলেও তাকে বেধড়ক মারপিট করে। প্রাই তাকে শারীরিক নির্যাতন করে। জিয়াউর রহমান জুয়েল আগে যশোরে চাকরি করতেন। শ্যামনগর থানায় বদলি হওয়ার পর ঠিকমতো স্ত্রী ও সন্তানদের খোঁজ-খবর রাখেন না। তার পরকীয়া আছে এবং নেশা করে বলে জানান স্ত্রী হেলেনা আক্তার।