‘স্বরা ভাস্কর সস্তা নারী’

0

লোকসমাজ ডেস্ক॥ সম্প্রতি ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ করে বিপাকে পড়েছেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, ক্রমাগত প্রতিবাদে মুখর স্বরার আচরণে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে তাকে সস্তা নারী বলে মন্তব্য করে বসেন ‘ড্রিম গার্ল’ ছবির পরিচালক রাজ শান্ডিল্যার।
এক টুইট বার্তায় স্বরার উদ্দেশে ‘ড্রিম গার্ল’ ছবির পরিচালক রাজ লেখেন, ‘সস্তার জিনিসে ধ্যান দেবেন না। স্বরা ভাস্করের থেকে দৈনিক ভাস্কর বেশি বিক্রি হয়।’
এদিকে তরুণ প্রতিভাবান পরিচালকের এই মন্তব্যে বিচলিত হয়েছেন অনেকেই।
তবে রাজের এহেন মন্তব্যে দমবার পাত্রী নন স্বরা। তিনিও পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘পরের বার রোল অফার করার সময় অথবা নিজের ছবির ট্রেলার শেয়ার করার মেসেজ পাঠানোর পর এই সস্তা মন্তব্যের কথা ভেবে দেখব।’