বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব স্বীকার করলেন গিবসন
স্পোর্টস ডেস্ক ॥ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হিসেবে কাজ করছেন ওটিস গিবসন। সাবেক এই ক্যারিবিয়ান পেসারকে বাংলাদেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে গুঞ্জন চলছিল ক’দিন ধরেই। যে প্রস্তাবের কথা স্বীকার করলেন গিবসন। একই সঙ্গে তার কথায় অন্তত এটাও বোঝা গেল- সুযোগ পেলে মোস্তাফিজুর রহমানদের কোচ হতে আগ্রহী তিনি। গত মাসেই বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন শার্ল ল্যাঙ্গাভেল্ট। গেল বছর জুলাইয়ে দায়িত্ব নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান। কিন্তু পাঁচ মাসের মাথায় নিজ দেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব পাওয়ায় বিসিবির চাকরি ছাড়েন তিনি। এরপর থেকেই বোলিং কোচ খোঁজে যাচ্ছে বিসিবি। গিবসন আছেন পছন্দের তালিকায়। সোমবার মিরপুরে বিসিবির একাডেমি মাঠে ছিল কুমিল্লার অনুশীলন। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হন গিবসন। সেখানেই এক প্রশ্নের উত্তরে গিবসন বলেন, ‘হ্যাঁ, আলোচনা চলছে। এটা আমি অস্বীকার করব না। তবে চূড়ান্ত কিছু হওয়া এখনো অনেক দূর।’ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন ৫০ বছর বয়সী গিবসন। তবে তার প্রথম শ্রেণির ক্রিকেট বেশ সমৃদ্ধ। খেলেছেন ১৭৭টি প্রথম শ্রেণির ম্যাচ। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২১২টি। আছে ২৫টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও। সব ধরনের ক্রিকেটকে বিদায় বলার পর গিবসন বেছে নেন কোচিং পেশা। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার অধীনেই ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ক্যারিবীয়রা। এর আগে ছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বে। সবশেষ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন দুই বছর। বাংলাদেশের কোচ হতে আগ্রহী কিনা এই প্রশ্নে গিবসন বলেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইব।’
বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য দল ঘোষণা, ফিরলেন তপু-সুশান্ত
স্পোর্টস ডেস্ক ॥ বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইনজুরি কাটিয়ে প্রায় এক বছর পর জাতীয় দলের ফিরেছেন ডিফেন্ডার তপু বর্মন। ফিরেছেন সুশান্ত ত্রিপুরাও। নতুন মুখ মানিক হোসেন মোল্লা। সর্বশেষ ওমানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন তিনজন। তপু, ত্রিপুরা ও মানিকের জন্য জায়গা ছেড়ে হয়েছে তৌহিদুল আলম সবুজ, ইয়াসিন আরাফাত ও বিপলু আহমেদকে। ৬ জাতির বঙ্গবন্ধু গোল্ডকাপ মাঠে গড়াবে ১৫ জানুয়ারি। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এরই মধ্যে আসরের ড্র অনুষ্ঠিত হয়েছেন। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে- বুরুন্ডি, সিশেলস ও মরিসাস।
২৩ সদস্যের বাংলাদেশ দল:
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল ক্রীড়াচক্র), শহীদুল আলম সোহেল (আবাহনী লিমিটেড), আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস)
ডিফেন্ডার : তপু বর্মন (বসুন্ধরা কিংস), ইয়াসিন খান (বসুন্ধরা কিংস), সুশান্ত ত্রিপুরা (বসুন্ধরা কিংস), বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস), রায়হান হাসান (আবাহনী), টুটুল হোসেন বাদশা (আবাহনী), রহমত মিয়া (সাইফ স্পোর্টিং), রিয়াদুল হাসান (সাইফ স্পোর্টিং)।
মিডফিল্ডর : রবিউল হাসান (বসুন্ধরা কিংস), সাদ উদ্দিন (আবাহনী), মামুনুল ইসলাম (আবাহনী), সোহেল রানা (আবাহনী), জামাল ভূঁইয়া (সাইফ স্পোর্টিং), মানিক হোসেন মোল্লা (চট্টগ্রাম আবাহনী),
ফরোয়ার্ড : মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস), মতিন মিয়া (বসুন্ধরা কিংস), মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), নাবিব নেওয়াজ জীবন (আবাহনী), আরিফুর রহমান (সাইফ স্পোর্টিং), রাকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী)।
অগোচরেই বিয়েটা সেরে ফেললেন জামাল ভূঁইয়া
স্পোর্টস ডেস্ক ॥ জামাল ভূঁইয়া- এই সময়ে দেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম। জাতীয় দলের আর্মব্যান্ডও এখন তার হাতে। খেলার বাইরেও কখন তিনি কী করছেন বা কোথায় যাচ্ছেন, সবকিছুতেই নজর থাকছে ভক্তদের। তবে বিয়ের কাজটা জামাল ভূঁইয়া সেরে ফেললেন একেবারেই অগোচরে। হ্যাঁ, ২৯ বছর বয়সী জামাল ভূঁইয়া শুরু করলেন জীবনের নতুন ইনিংস। রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেনমার্ক প্রবাসী এই ফুটবলারের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। মাথায় পাগড়ি, পরনে শেরওয়ানি জামাল ভূঁইয়ার। পাশেই নব-বধু। তবে জামাল ভূঁইয়া নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় হলেও এখনো নিজের ফেইসবুক পেজ বা ইনস্টাগ্রামে বিয়ের কোনো ঘোষণা দেননি। তার সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি। পাত্রীর নাম পরিচয়ও তাই জানা যায়নি। তবে ভিন্ন একটি সূত্রমতে কনে জার্মান প্রবাসী বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই দুজনের মন দেওয়া নেওয়া চলছিল। এদিকে জামাল ভূঁইয়ার ক্লাব সাইফ স্পোর্টিং দিনের শুরুতেই জামাল ভূঁইয়াকে অভিনন্দন জানিয়ে ফেইসবুকে বিবৃতি দিয়েছে। জামাল ভূঁইয়ার জন্ম, বেড়ে ওঠা ডেনমার্কে। দেশের হয়ে খেলতে জামাল এখন বেশির ভাগ সময় বাংলাদেশে কাটালেও তার বাবা-মা থাকেন ডেনমার্কেই। সূত্রমতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গোল্ডেন প্যালেসে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সামনেই বঙ্গবন্ধু গোল্ড কাপ। যেটি শুরু হবে ১৫ জানুয়ারি। ঠিক তার আগেই জীবনের নতুন ইনিংসে জামাল ভূঁইয়া। সবার অগোচরে বিয়ে সেরে ফেললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় ফুটবলারকে শুভেচ্ছায় সিক্ত করতে ভোলেননি।
এসেই ‘থাম্বস আপ’ দেখালেন গেইল
স্পোর্টস ডেস্ক ॥ জীবন তার কাছে আনন্দের উপলক্ষ। আর ক্রিকেট? টাকায় নিজেকে, ছক্কায় মানুষকে হাসানোর মাধ্যম। টি-টোয়েন্টি ক্রিকেটের ‘স্বঘোষিত রাজা’ ক্রিস গেইল যেখানেই যান না কেন, এসব ভোলেন না। ঢাকায় নেমেও ভুললেন না স্বভাব-সুলভ ভঙ্গি দেখাতে। প্রথম ছবিতে ‘থাম্বস আপ’ দেখিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন। সোমবার সকালে গেইলের ঢাকায় আসার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন চট্টগ্রামের মিডিয়া বিভাগের কর্মকর্তা আহমেদ রাকিব। বিপিএল এখন শেষ পর্যায়ে চলে এসেছে। মঙ্গলবার থেকে শুরু হবে ঢাকার শেষ পর্বের খেলা। এলিমিনেটর, কোয়ালিফাইয়ার ও ফাইনালের আগে লিগ পর্বে সব মিলে বাকি আছে আর মাত্র ৮ ম্যাচ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের লিগ পর্বে আর দুই ম্যাচ বাকি। এরই মধ্যে অবশ্য শেষ চার নিশ্চিত হয়ে গেছে তাদের। মঙ্গলবার রাজশাহীর বিপক্ষেই গেইলের মাঠে নামার কথা। লিগ পর্বে চট্টগ্রামের শেষ ম্যাচ একই দলের বিপক্ষে ১১ জানুয়ারি। এরপর চট্টগ্রাম ফাইনাল পর্যন্ত গেলে গেইল আরো দুটি বা সর্বোচ্চ তিনটি ম্যাচ পাবেন। চট্টগ্রামের হয়ে টুর্নামেন্টের শেষ পর্যন্তই থাকার কথা তার। এবারের আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে গেইলকে প্রথম সুযোগেই দলে নিয়েছিল চট্টগ্রাম। তবে পরে গেইল দাবি করেন কীভাবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তার নাম উঠল তিনি তা জানেন না! তাতে তৈরি হয় জটিলতা। শেষ পর্যন্ত গেইলকে টুর্নামেন্টের শেষ দিকের কিছু ম্যাচের জন্য চূড়ান্ত করে চট্টগ্রাম।
কিশোরের চোখ ধাঁধানো গোলে জিতল লিভারপুল
স্পোর্টস ডেস্ক ॥ কার্টিস জোন্স নামের এক টিনএজারের বিস্ময়কর গোলে এফএ কাপ থেকে এভারটনকে বিদায় করেছে লিভারপুল। লিভারপুলের একাডেমি থেকে উঠে আসা ১৮ বছর বয়সী জোন্স অ্যানফিল্ডে দূরপাল্লার শটে দূরের পোস্টের উপরের কোনা দিয়ে জাল খুঁজে নিয়ে লিভারপুলকে ১-০ গোলের জয় এনে দেন। লিভারপুল প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার যে দল নিয়ে খেলেছিল, তার থেকে ৯ জনকে বিশ্রাম দিয়ে এদিন দল সাজান কোচ ক্লপ। এর মধ্যে তিনজনেরই হয়েছে অভিষেক: টাকুমি মিনামিনো, নাথানিয়েল ফিলিপস এবং ইয়াসের লারৌসি। সবাইকে ছাপিয়ে আলো কেড়ে নেন জোন্স। দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে পোস্ট থেকে ২৫ গজের মতো দূরে বল পান। ডানপা দিয়ে রিসিভ করে শরীর গোলমুখে নিয়ে ওই ডান পায়েই শট নেন। দূরের পোস্টে বল যেতে যেতে লেটসুইং হয়। এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলের দিকে নজর রাখলেও ঠেকানো তো দূরের কথা, স্পর্শই করতে পারেননি। জোন্সকে এমন গোল করতে দেখে ক্লপ নিজেই বিস্মিত। ম্যাচ শেষে একরাশ মুগ্ধতা নিয়ে সাংবাদিকদের বলেন, ‘এটাই লিভারপুল। এখানে খেলতে হলে ক্লাবের আদর্শকে সম্মান করতে হবে। সব সময় আমরা বিশ্বের সেরা ফুটবল খেলতে পারি না কিন্তু এমনভাবে লড়াই করতে পারি, যা অন্যরা পারে না। দিন শেষে একজন তরুণ এভাবে গোল করতে পারে ওই লড়াইয়ের মানসিকতা থেকেই।’
কেপ টাউন টেস্টে চালকের আসনে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক ॥ কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট ধরে রেখেছে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ সফরকারীদের হাতে। ৬ উইকেটে হাতে রেখে তারা ২৬৪ রানের লিড জমা করেছে স্কোর বোর্ডে। ডম সিবলি ও জো রুটের ব্যাটিং দৃঢ়তায় নিজেদের দ্বিতীয় ইনিংসে দারুণভাবে এগিয়ে চলেছে ইংল্যান্ড। এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১৮ রান তুলেছে দলটি। সিবলি অপরাজিত আছেন ৮৫ রানে। জো রুট অবশ্য ৬১ রানে ফিরেছেন। এর আগে ৮ উইকেটে ২১৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। আর মাত্র ৮ রান যোগ করতেই গুটিয়ে যায় প্রোটিয়া ইনিংস (২২৩)। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৬৯ রান। তাতে ৪৬ রানের লিড পায় ইংল্যান্ড।
এদিন প্রোটিয়া ইনিংসের ২টি উইকেটই তুলে নেন অ্যান্ডারসন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। তাতে হয়েছে রেকর্ড। ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বাধিক ২৮ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি এখন তার। এত দিন ইয়ান বোথামের (২৭বার) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন অ্যান্ডারসন। ২৯বার পাঁচ উইকেট নিয়ে অ্যান্ডারসনের ঠিক ওপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। আর ৩৬ বার ৫ উইকেট নিয়ে তালিকায় সবার উপরে স্যার রিচার্ড হ্যাডলি।
বৃষ্টিতে ভেসে গেল ভারতের বছরের প্রথম ম্যাচ
স্পোর্টস ডেস্ক ॥ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। দুই দলেরই বছরের প্রথম ম্যাচ ছিল এটি। তবে স্বাগতিক ভারতের দর্শকদের জন্য দিনটি বেশিই হতাশার বলতে হবে। গৌহাটিতে বিরাট কোহলিদের ম্যাচ উপভোগ করতে মাঠে দর্শকদের ঢল নামলেও ফিরতে হয়েছে তাদের হতাশা নিয়ে। ম্যাচের টস হলেও একটি বলও মাঠে গড়াতে পারেনি। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুপুরেও বৃষ্টি হয়েছিল গুয়াহাটিতে। কিন্তু টস হওয়ার পর আবার শুরু হয় বৃষ্টি। কভারের ফাঁক দিয়ে পিচে পানি ঢুকে পড়ায় পরিস্থিতি গুরুতর হয়। দশটার খানিক পরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ইন্দোরে। শুক্রবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।





