নিশীতার স্বপ্ন পূরণ

0

লোকসমাজ ডেস্ক॥ গেল বছরের সেপ্টেম্বর মাসের কথা। নিশীতা বড়ুয়া উপমহাদেশের প্রখ্যাত শিল্পী আদনান সামীর জনপ্রিয় একটি গান নিজের কণ্ঠে তুলে নিয়ে ‘আদনান সামী মাসাপ’ নামে নিজেরই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করেন। গানটি প্রকাশের পর থেকেই নিশীতা তার সুন্দর গায়কির জন্য বেশ প্রশংসা কুড়াচ্ছিলেন। এদিকে তার মনে একটাই স্বপ্ন ছিল গানটি যেন আদনান সামীর কান পর্যন্ত পৌঁছায়। অবশেষে সে স্বপ্নপূরণ হয়েছে। আদনানী সামীর কানে পৌঁছে গেছে গানটি। নতুন বছরের প্রথম দিনের শেষ মুহূর্তে নিশীতার কণ্ঠে নিজের গান শুনে মুগ্ধ হয়েছেন আদনান সামী। নিশীতাকে শুভেচ্ছা জানিয়ে প্রকাশিত গানটির নিচে কমেন্টের স্থানে তিনি লিখেছেন ডবষষ ফড়হব, এড়ফ ইষবংং ণড়ঁ।
আর এই শুভেচ্ছা বাণী দেখে নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না নিশীতা বড়ুয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ঘুম থেকে উঠে আদনান সামী স্যারের এই শুভেচ্ছা বাণী দেখে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি সত্যিই তিনি আমার গান শুনেছেন, সত্যিই তিনি আমাকে শুভকামনা জানিয়েছেন এটা বিশ্বাস করতেই আমার কিছুটা সময় লেগেছে। আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। মন থেকে স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সৃষ্টিকর্তার কাছে মন থেকে কিছু চাইলে তিনি যে তা পূরণ করেন নিজের জীবন দিয়ে তা নতুন করে অনুভব করলাম। এই মুহূর্তে আমি যে কতটা খুশি তা বোঝাতে পারবো না। এই কাজটির সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আগামী দিনগুলোতে ভালো কাজ করার প্রত্যয় বেড়ে গেল আমার।