যশোর শহর থেকে ৩ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পোস্টঅফিস পাড়ায় রোববার অভিযান চালিয়ে ৩ যুবক আটক করেছে ডিবি পুলিশ। কিন্তু কী কারণে তাদের আটক করা হয়েছে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনকিছু বলা হয়নি। তবে রাতে আটক ৩ যুবককে নিয়ে ডিবি পুলিশের অভিযান অব্যাহত ছিলো। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ডিবি পুলিশের কয়েকটি গাড়ি শহরের এমএম আলী সড়কের কালেক্টরেট স্কুলের সামনে এসে অবস্থান নেয়। বেশ কিছুক্ষণ ডিবি পুলিশকে সেখানে অবস্থান করতে দেখা যায়। তবে সন্ধ্যার দিকে তারা পোস্টঅফিস পাড়ায় গ্রামের কাগজ পত্রিকা দফতর ভবনের সামনের রাস্তায় অভিযান চালান। এ সময় সেখান থেকে ৩ যুবককে আটক করে ডিবি পুলিশ। এরা হচ্ছে-জাহিদ, নয়ন ও রাব্বি। পোস্টঅফিস পাড়া ও ষষ্ঠীতলা এলাকায় এদের বাড়ি। তবে কী কারণে তাদের আটক করা হয়েছে তা জানা যায়নি। রাতে যোগাযোগ করা হলে ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ উল্লিখিত ৩ যুবককে আটকের সত্যতা স্বীকার করেছেন। তবে কী কারণে তাদের আটক করা হয়েছে তা জানাতে অপরাগতা প্রকাশ করেন। তিনি বলেন, অভিযান চলছে। অভিযান শেষে সাংবাদিকদের জানানো হবে।